একশো বছর পার হয়েছে
ঠনঠনে সে বুড়ী
কখন যেন পরাণ ছেড়ে
যায় উড়িয়া ঘুড়ি।


তবুও তাহার তেজ কমে নাই
বরং বাড়িয়াছে,
এখনো তিনি থাকতে চান
দুধে-ভাতে-মাছে।


দিনের বেলা ঘুমান তিনি
রাতের বেলা জাগেন,
ডাকলে কাছে না আসলে
টগবগিয়ে রাগেন।


একশো বছর পার হয়েছে
ঠনঠনে তার গলা,
এতো জোরে চেঁচান তিনি
দূর হতে যায় বলা।


সকল মানুষ রাতে যখন
বিছানাতে যায়,
তার চেঁচানোর জন্য তখন
ঘুম যাওয়াটাই দায়।


বাড়ির সবাই অতিষ্ঠ তার
বিষম যন্ত্রণাতে,
বুড়ি তবুও হাসেন,তালি
বাজান দুটি হাতে।