বেওয়ারিশ লাশ
                      ডা. রাজিয়া রিয়া
রাত তখন 2 টা ,,
নির্জন ,রাস্তায় নিস্তব্ধ গলিতে।।
  গুটি গুটি পায়ে যাইতেছি এগিয়ে,
আমার ওই ছোট নীরে ফিরবো বলে ।।


বিরাট জঙ্গল সামনে শুন সান পরিবেশ ;
কেউ নেই আসে পাশে,,,
ধূসর কালো অন্ধকার
মন টা কু ডাকে?
হঠাৎ চোখ গেলো রাস্তার ওপারে।।
থমকে গেল পা দুটো আমার
কারা যেনো আসছে এই দিকে তেড়ে,,,,,


বুকের ধুক ধূপানি  শব্দ
এবার হয়তো ছিঁড়ে চিবিয়ে  খাবে,,,,
হঠাৎ মেঘ ভেঙ্গে ঝর এলো,,,,
নিজেকে বাঁচানোর আপ্রাণ চেষ্টায়
একরাশ সাহস জমিয়ে  দিলাম ছুট,,


শেষ রক্ষে  হলোনা আর,,
হায়নার মতো পড়লো ঝাঁপিয়ে
কেড়ে কুড়ে খেলো আমায়
রইলো নিথর দেহ টা পরে,,


মৃত্যুর  যন্ত্রণা  ছিলো ভয়াবহ,,
কেউ করেনি মোর খোঁজ।
মুখ থুবড়ে রইলাম  পরে।
বগুড়ার ওই রাস্তার মোড়ে।।
বেওয়ারিশ লাশ হয়ে।।


খাদ্য হলাম শকুন শিয়াল  আর কাকের!
পচে গলে যাবে দেহটি আমার
ওই মাটির সাথে মিশে।।।