বৈশাখীর বাদল হাওয়া
       দোলা দেয় আমার মনে
ডাকছে চড়ুই আসবে কোকিল
       প্রাণ ভরাবে গানে গানে।।


বৈশাখীর  গান শুনাবে
স্বপ্ন মাখা মধুর সুরে
আমরা যারা বাঙ্গালী তারা
থাকবো এই দেশটি জুড়ে।।


চৈত্র মাসে পূর্ব আকাশে
সূর্য্যি মামা মুচকি  হাসে
সবুজ শ্যামল গাছের ফাঁকে
পাখ পাখালি উঠলো গেয়ে


চৌদিকে দেখি ফসলের মাঠ
সবুজের ঢেউ আঁকে
রাখাল ছেলে হেঁটে যায় দূরে
গাঁয়ের পথের বাঁকে।।

পাকা ধানে ভরা ফসলের ক্ষেত
কৃষকের মুখে হাসি
মেঘের আড়ালে লুকিয়ে
       সূর্য্যি মামা দেয় যে উঁকি।।।
রাখাল বসিয়া  গাছের ছায়ায়
বাজায়  মধুর বাঁশি