একটি বিকেলে ছাদে,
     পত্রিকা টা হতে
চোখ বোলাতে হলাম শিহরিত
সোনার দেশটাতে আজ ধর্ষণে পরিপৃক্ত।।।


শিক্ষক মোদের দিয়েছে   জ্ঞানের আলো,,,
সেই শিক্ষকই আবার ধর্ষক হলো।।
বিচার হবে কি গুরু,,


বউ রেখে প্রবাসে স্বামী,
ঝোপের মধ্যে বোবা, ওই প্রতিবন্ধী মেয়েটি হলো শিকার ধর্ষনের  শুরু।।


মানুষ রুপি জানোয়ার  ছাড়লো  না সাত বছরের শিশুটি।।
সোনাতলার ওই বাসের ভিতরে,,,
ধর্ষণ করলো কয়েক  জনে,,
কোথাও নেই নিরাপদ
     ধর্ষনের  আগে উড়না টা ছাড়িয়ে  দেখেনিস হে যুবক


সমাজ আজ কোথায় দাঁড়িয়ে,
   ইমামতির ফাঁকে রাজনৈতিক নেতার দাফোটে
পরে থাকে শত অভিযোগ
হে মাতৃভূমি আমরা আজ লজ্জিত
  এটাই তাহার প্রমাণিত।।


যে দেশের উকীল বিচার করে ধর্ষকের পক্ষে
সে দেশের বিচার ব্যবস্থা হুমকির  মুখে
অশ্রু জলে নারীরা হাসে
   রক্তে ভরে দেশ।।
ধর্ষক ও হাসে মুক্তি পেয়ে এইতো বাংলাদেশ


একটি ফুল বাঁচানোর জন্য
একাত্তরে লড়েছি মোরা যুদ্ধ করেছি বটে
তাহলে কেনো নারীরা আজও ধর্ষিত হয় সর্বত্রে।


থামিয়ে  দাও হে জনতা
       মেয়েদের  প্রতি লোভনীয় থাবা
জেনে রেখো তুমিও হবে
একদিন কন্যা সন্তানের পিতা।।


আর নয় ধর্ষিতা নারী,,
          ধর্ষকের চাই সাজা
ফাঁসিতে ঝুলিয়ে দাও
অন্যদের ও হয়ে যাবে শিক্ষা।।।