সোনালী ফসল ফলায়েছি  মাঠে
সবুজে শ্যামলে ঘেরা,
কতো স্বপ্ন বুনেছি তোকে লইয়া।


মায়রে দিবো পাটের শাড়ী
       বোনকে দিবো বিয়া।


রোদ্র  প্রখর উত্তাপ দেহ
      বিষণ্ণতায়  ভুগছে মেঘেরা।


শৈবালের দীঘি শুকনো কাঠ
        চৌদিকে চিক চিক হাহাকার মাঠ।
  উদ্বিগ্ন মন কৃষকের জীবন
   স্বপ্ন ভেঙ্গে হলো ধুলিস্যাৎ।


এক মনে পণ করিয়া জ্ঞাপন
যা চাও নিয়ে নাও!
ধরণীর তরে পাতিয়া আঁচল।


তোমার তরে আকুতি রাখি
রাখিও স্মরণ।


মেঘ ভাঙ্গা ঝড় আষাঢ়ে ঢল
নামুক ধরণীর বুকে।
অতৃপ্ত হৃদয়কে যাক ছুঁয়ে
এক মুঠো রোদ হাসির ফাঁকে ।।


দেখো ঐ মাঠে সোনালী ফসল
হিল্লোলিত হয় মোহনীয় কমল।


স্বপ্নের লক্ষ্যে পৌঁছতে
স্বার্থক  হলো কৃষকের জীবন ।।