মায়া
রাজিয়া  রিয়া


একদিন এই পৃথিবী ছেড়ে ,
হারিয়ে যাবো অনেক দূরে চিরতরে।।


মায়ার বাঁধন ছিন্ন করে সহস্রাধিক  ডাক পারিলে ও
আসবো নাকো আর ফিরে!


নিরুদ্দেশ হবো সম্মুখে পাবেনা কেউ
এই আমি টা অনাদরে মেঘের কোনে ছেয়ে ।


শৃঙ্খলার নিয়ম  বিচ্ছিন্ন করে
গমন করবো আকাশ পানে ।।


ধোঁয়াটে  স্বপ্নগুলো বুক পকেটে রেখেছি গেঁথে।।।
ধূসর জীবনে রংয়ের  ছোঁয়া
রইবে পরে অজান্তে।।।


ধূলো মাখা  কিছু স্মৃতি কাব্য
ডায়রির  পাতায় আবদ্ধ করে।


অচিনা রূপে থাকবো আমি
কাব্যর  খাতা দেখিও খুলে।।।।