মার্চের সেই দিনটি
             নতুন জীবনের সূচনা
             সকাল বলে -
                   সন্ধ্যা  আসিবে কবে
          আকাশ খুব মেঘ করেছে
                  বৃষ্টি নামবে বলে


          স্নিগ্ধ ময়   জোনাকি ভরা আলো।
          পৃথিবীর সেই রোমাঞ্চকর
         দিনগুলো কোথায় হারিয়ে গেল!


          এক ঘেঁয়েমি  জীবনে
          হতাশায় মরে
                 কিছু বেকারত্ব যুবক
         মধ্যবিত্ত পরিবারে ক্ষুধার যন্ত্রণা,
          দেখতে লাগিতেছে প্রকট।
      
         যুবতীদের মনে গৃহবন্দী  
         লাগছে সদা সংশয়,
         সবাই খুঁজিতেছে এ থেকে-
                 পরিত্রাণ পাবার উপায়।


        বিত্তবানদের সাথে সন্ধি
                      হয়েছে বিচ্ছেদ,
       করোনায় মহামারী আক্রান্তদের ।


              ভয়াবহ এ মরণ ব্যাধি
              ধন্যবাদ জানাই তোমায়
              তোমার জন্যই মুখোশধারী
                           মানুষ চিনেছি আজ


                তোমার জন্য অভিশপ্ত জীবন
                বিশ্বে স্মৃতি স্বরূপ
                বিধাতার দেওয়া এ নমুনা
                 বুঝায় পৃথিবী ক্ষণিকের জন্য


              ভ্যাকসিন  আবিষ্কার হবে
                নিয়ন্ত্রণ হবে করোনা,
              তাই বলে কি জীবন থেকে
          মুছে যাবে এ সময়।
                     করোনা তুমি দিয়েছো শিক্ষা
                      জীবন চলার হাতিয়ার
                     সেই শিক্ষা নিয়েই
                     অসমাপ্ত জীবন চলিতে চাই,
                                বারে বার।