বাড়ির পাশে ঝোপের ধারে,
সকাল সন্ধ্যায় শিয়াল ডাকে, হুক্কা  হুয়া
বিড়াল  ডাকে ম্যাও!
মোরগ ভাইয়ার  অস্ত্রাঘাতে
বেজিটি লেজ গুটে  পালায় ।।


বুদ্ধি করে শিয়াল মামা সাজে পণ্ডিত মশায়।
ছাগল ছানা ছাত্র এবার
ক্ষুধার জ্বালা থাকবে না তাই।।


সবার চোখের অগোচরে,
যায় লুকিয়ে  গর্তের ভিতর
পেট ভোজন রসিকতার সাথে ভয় নেই ভয় নেই।।


পরের দিন সাঁওতাল এলো দিলো হানা
চক্ষু চড়গাছ শিয়াল মামার
কোথায় পালায়  কোথায় পালায় ।।।


করবো না চুরি কান ধরেছি,
এবারে মতো করে দাও মাফ।।
পণ্ডিতির  গলায়  দড়ি ঝুলছে,,
বেজি কয় হাফ ছেড়ে বাঁচ!