লোকটি কে ? কখনো এ তল্লাটে দেখি নি।
কত কঠিন কথা কত সহজ ভাবে বলেছিল !
প্রতি দিন কত কত টাকা খরচ করে কত কিছু কিনেছো।
বড় বড় শপিংমলের ঝা চকচকে দেওয়ালে কত কিছু সাজানো।
কখনো কি কারো মুখের হাসি কিনতে পেরেছো ?
যে হাসিতে কোন জড়তা নেই নেই কোন দ্বিধা দ্বন্দ্ব!
লোকটি কে ? কখনো এ তল্লাটে দেখি নি।
সে বলেছিল অত সহজে ওদের চেনা যায় না ।
জীবনের প্রয়োজন কোথায় কি ভাবে লুকিয়ে আছে
জানতে চেয়েছো কি কখনো ।
বন্ধুর মুখোশ পরে যারা তোমার চারপাশে
তাদের আসল রুপ কখনো চিনতে পার নি।
প্রজন্মের পর প্রজন্ম এরা এভাবেই ক্ষমতা আগলে থাকতে চাই।
ক্ষমতার গন্ধ ছাড়া ওরা পাগল হয়ে যায।
ওদের তো তুমি চিনতে পার নি!
ওরা কারা ? জানবে না?