তুমি দেখালে জোনাকি
আমি দেখালে পোকা,
তুমি ভাবলে বুদ্ধিমতি
আমি ভাবলে বোকা।
তোমার যাওয়া দরকারি
আমার বেলা উলটো টা,
তুমি বললে শুদ্ধ অতি
আমার বলা অভদ্রতা।
তোমার স্বভাব খুব নম্র
অসভ্যতা-ই আমার জাত,
আমার ঘুমে চোখের জল
তোমার ঘুমে অনেক রাত।
আমি ব্যস্ত ইচ্ছে করে
তুমি ব্যস্ত কাজে,
তোমার স্বপ্ন খুব সুন্দর
আমার গুলো বাজে।
তোমার হৃদয় খুব গোলাপি
আমার হৃদয় কালো
আমি নাহয় খারাপ হলাম
তুমিই আমার ভালো।
তোমার কোনো ভুল হয় না
সবই আমার দোষ,
তোমার রাগ টা অভিমান
আর আমি করলে রোষ।
আরো একবার ভেবেই ফেলি
সব চরিত্র কাল্পনিক
সুযোগ পেলে সময় দিও
বাস্তব আমায় ফিরিয়ে নিক ।