গোধূলি শেষে বৃষ্টি নামুক;
আর,
ধুয়ে যাক সব কষ্ট।


নিকষ কালো ওই অন্ধকার কেটে
ফুটে উঠুক এক আলোর উদ্ভাস।


লজ্জা-ঘেন্না মিলেমিশে বেশ
বুকের মাঝের ওই ভারী পাথরটা'ও,
আজ না'হয় ধূলিস্যাৎ হোক।


প্রেম'টা হোক শুধু প্রেমের মতোন,
জ্বলে উঠুক এক অস্থির স্ফুলিঙ্গ।


দূরে যদি'বা চলে যাই আজ
থাকবে আমার স্নেহের পরশ।
তবে;
একদিন আমি ঠিক'ই জানি,
আমার অস্তিত্ব তোমায় ভাবাবে।।