অনুস্মৃতি


মোঃ শহিদুল ইসলাম


দুপুর হলে আরিফ আমি
খেতাম সিঙাড়া,
খাওয়া শেষে ঘরে ফেরার
ছিল খুব তাড়া!


গাড়ি চড়ে  আরিফ আমি
যেতাম বাজার ছাড়ি,
গোশল শেষে আহার করি
ভুলে সবি আড়ি।


মাঝে মাঝে কথা হতো
মোবাইল ওই ফোনে,
সুখ-শান্তি খুঁজে পেতো
আমার এই মনে।


বিকাল হলে দেখা হতো
হাট-বাজারের মাঝে,
দোকানে বসে আরিফ শুধু
থাকতো অনেক কাজে।


দিনের শেষে আঁধার আসে
যেমন করে রোজ,
দিবানিশি আরিফ আমি
তোমায় করি খোঁজ!


পাইনা খুঁজে কোথায় আমি
দেখি চারিদিক,
আমায় ছেড়ে আরিফ এখন
দূরে আছে ঠিক!


রচনাকাল
২৬-৫-২২
সময় রাত ১০:০০ টায়
রোজঃ বৃহস্পতিবার