ত্রিমাত্রিক ছন্দে লেখা
-------------------


গাছে গাছে পাখি ডাকে চারিপাশে মেলা,
প্রজাপতি ফাঁকা মাঠে উড়ে করে খেলা।
ফুলে ফুলে ঘোরে অলি খোঁজে শুধু মধু,
দুটি চোখে চেয়ে দেখে খুশি নববধূ।
ডানা মেলে নভ-পথে উড়ে চলে পোকা,
কাঁচা-ঘুমে জেগে উঠে কাঁদে ছোট খোকা।
রোদে পুড়ে খেতে খেতে চাষি আছে কাজে,
ছোট-খুকি ঘরে বসে নিজে নিজে সাজে।


আঁকাবাঁকা মেঠো-পথে চলে কত গাড়ি,
খেয়া-ঘাটে তরি রেখে মাঝি ফেরে বাড়ি।
বায়ু হলে পাতা নড়ে দেখি শুধু গাছে,
তরুছায়া কালো রঙে ভূমি জুড়ে আছে।
পাখি-গুলো কুটো নিয়ে গাছে বাধে বাসা,
হাঁসে ডাকে জোরে জোরে ভালো লাগে ভাষা।


রচনাকাল
২৮/১২/১৮