ছন্দরীতি:- স্বরবৃত্ত


মাঠে মাঠে চাষি ভাইয়ে
কাটে দেখি পাকা ধান ওই,
পুষ্প বনে দলে দলে
অলিগুলো করে হইচই!


কাঁধে নিয়ে বিচালি ধান
পায়ে হেঁটে পথ দেয় পাড়ি,
হেঁটে হেঁটে অবশেষে
হাজির হয় যে তার নিজ বাড়ি।


নতুন ধানের চাউল গুঁড়ো
দিয়ে বানায় নানান পিঠা,
খেজুর রসে ভেজা চিতই
খেতে লাগে অনেক মিঠা!


সন্ধ্যাবেলা গাঁয়ের পথে
দেখি আমি হাঁসের সারি,
নীড়ের টানে  বক চলেছে
আকাশ বাটে দেখতে ভারি!


রচনাকাল
২৯-১১-২০