কবিতা বিহীন কবি ব্যর্থ যেমন,
রিক্ত তোমায় ছাড়া মা তেমনি জীবন।

তারা বিহীন একা সন্ধ্যা যেমন,
বিষণ্ণ তোমায় ছাড়া মা, তেমনি এখন।

দুটি নয়নে কিযে মায়া ধরে রাখ?
সেই মায়া কাটাতে জানিনা।

ঐ মুখের আলোতে বন্ধি করে রাখ
মায়া যে ছাড়াতে পারিনা।

এই উদার বুকে ম'তা ঘিরে রাখ
কখনো এড়াতে চেওনা।