ছন্দরীতিঃ-স্বরবৃত্ত


আমি আজও হারিয়ে যাই
শুধুই তোমার মাঝে,
অনুভবের সাগর তীরে
তোমারই সুর বাজে।


দেখা ও নেই কথা ও নেই
নেই কোনো আজ আশা!
নদীর কূলে বসে আছি
স্তব্ধ বুকের ভাষা।


রুক্ষ আঁখির তপ্তজলে
ভেজা সারাদেহ,
শোকের দাহে জ্বলছি-পুড়ছি
বোঝে না তা কেহ।


ইচ্ছেগুলো হচ্ছে বিনাশ
শুনি লোকে কয়,
তোর কারণে নষ্ট আমি
দুখে জীবন রয়।


রচনাকাল
১৩-৫-২০
সময় বিকাল ৪: ১০ মিনিট,বারঃ-মঙ্গলবার