পল্লিগাঁয়ে বাড়ি আমার
পল্লিগাঁয়ে বাস,
এই গাঁয়েতে গরুদিয়ে
জমিন করি চাষ।


খেতের কাজে সারাটা দিন
পড়ে থাকি রোদে,
বিকেল হলে ক্লান্ত দেহের
চোখ দুটি যায় মোদে।


কষ্ট হয় তাই প্রাণের মায়ায়
কাজটি ফেলে বসি,
সন্ধ্যা হলে দিনের হিসেব
মুখে মুখে কষি।


আজান শেষে খেতটি ছেড়ে
ফিরে আসি বাড়ি,
নদীর জলে গোসল করে
গায়ের ময়লা ঝাড়ি।


অন্ন আসবে সেই আশাতে
ক্লান্তিটা দূর করে,
মনের সুখে নিঃশ্বাস নেই
ছোট্ট মাটির ঘরে।


রচনাকাল
৬-১০-১৯