পাখির মনে মন মজিয়ে
হলোরে কোন জ্বালা,
ভালোবাসা দেয়নি পাখি
দিলো কাঁটার মালা।


ব্যথার পরশ নিয়ে এখন
আমি বেঁচে আছি,
পোড়া দেহে শুধু আমার
শুকছে বহু মাছি।


আঁধার রাতে ঘুমের মাঝে
দেখি তোমার ছবি,
দুখের আগুন বুকে জ্বলে
বলে মনের কবি।


জীবন নামের খেলায় আমি
পাইনি সুখের ছোঁয়া,
কষ্ট-গুলো আপন করে
পেলাম দুখের ধোঁয়া।


সুখপাখিটা আমায় ছেড়ে
আছে এখন দূরে,
স্মৃতির আকাশ নিয়ে বাঁচি
মরি ঘুরে ঘুরে।


রচনাকাল
১/১১/১৮