মাত্রাক্ষরিক ছন্দে রচিত  

পিকে ডাকে কুহু
পরো-পারে রুহু
চোখে দেখি নাই।

"লোকে বলে কত
ধরা থেকে ক্ষত"
কাঁদি আমি তাই।

আছে কত ছবি
দেখে বলি কবি
বেঁচে নেই তাঁরা।

স্মৃতিগুলো দেখি
আমি কবি লেখি
মেনে সব ধারা।