চোখের জলে হচ্ছে নদী,
তুমি এসে দেখতে যদি,
বুঝতে তবে আমার ব্যথা ছিলো কত জ্বালা,
রুগ্ন-দেহ নিয়ে এখন আমার মরার পালা।


কাঁদি আমি দিনেরাতে,
আশাগুলোও কাঁদে সাথে,
সুখে থাকো দোয়া করি বলি নিজের মুখে,
আমার জীবন পড়ে আছে কষ্ট নদীর দুখে।


তোমার কথা গল্প করি,
তখন আমি কষ্টে মরি,
স্মৃতির বুকে সুখের আশা দিচ্ছে শুধু দোলা,
তোমার দেওয়া ব্যথাগুলো যাইনি আজও ভোলা।


শেষের পথে একলা আমি,
পাইনি তোমার যত্নের হামি,
জীবন নামের সুখের খেলায় রাখলে আমায় নাশে,
আমরণকাল থাকব আমি শুধুই তোমার পাশে।


যতই করো গালাগালি,
তোমার প্রেমটি মনে পালি,
আমায় ছেড়ে অনেক দূরে আছো এখন সরে,
তোমার আশায় পথটি চেয়ে যাবো আমি মরে।