গভীর জলের মাঝে
ডুবে যায় বেলা,
ছায়ার আকাশ তলে
পাখি করে খেলা।


কিচির মিচির ডাকে
পাখিদের ঝাঁক,
আকাশ পথে উড়ে
ফড়িং খায় পাক।


নীড়ে ফেরে বকের সারি
দেখি এক ঝাঁক,
নদী ছেড়ে পাড়ে এসে
হাঁসে দেয় ডাক।


প্রজাপতি ফুলের বনে
করে কত খেলা,
দূর আকাশে চাঁদের আলো
জমিন পানে হেলা।


এই ভুবনে বাস করে
কত নারী বন্ধ্যা,
চারিপাশে আঁধার ঢাকে
নেমে আসে সন্ধ্যা।
---------০----------
হাজরাকাটি, বেগমপুর, মনিরামপুর, যশোর।


www.bangla-kobita.com