জানিনা এতটা দূরে গেছ কিনা,
যতটা দূরে গেলে আর ফিরে আসা যায় না।
আমি কিন্তু তোমার পথ চেয়ে থাকি না।
সত্যি বলছি- তোমার পথ আমার দৃষ্টি সীমার বাইরে।


কথায় খুঁজবো তোমায় !
যে নিজেই থাকতে চায়নি,
তাকে ধরে রাখতে চাওয়াটাও আমার হয়নি।


তাই ত বলেছি -
আমার আর কিচ্ছু লাগবেনা ।


কী করে লাগবে বল্
মুক্তির জননে তোর কত শত বাহানা।
বড় বেশী ভালবাসতাম বালেই ত
পারিনি তোর চাওয়া অপূর্ণ রাখতে।


দিলাম মুক্তি - বললাম না কিছুই ,
সুখে থাক- ভালো থাক , অনেক দূরে যা ,
যতটা দূরে গেলে আর ফিরে আসা যায় না- যদি পারিস্ ।