তোমায় নিয়ে আমার ভাবনা গুলো
আঙ্গুল বন্দী হয়ে থাকতে চায় না আর।
ওরা হতে চায় না কবিতা,
না গল্প, না অন্য যা খুশি তাই ।


ওরা নাকি মেঘের সাথে ভাসতে ভাসতে,
তোমায় দেখতে যাবে।
কত কত দিন দেখে না তোমায় ওরা,
আমার বোকা ভাবনারা।


বোকা ভাবনারা এটা বোঝে না,
তুমি কত দূর, কত ব্যস্ততা তোমার!
এতটা দূরত্ব পেরুবার আগেই,
মেঘ বৃষ্টি হয়ে ঝরে পরবে সাথে ওরাও।


আমায় ডেকে বলে - তাহলে বরং বৃষ্টি হয়ে যাই ?
ভিজিয়ে দিয়ে আসি সর্বাঙ্গ ?
হায় রে বোকা ভাবনা ...
ভিজিয়ে দিয়ে কি আর কাউ'কে আটকানো যায় !