নিস্পত্তি চাইনি, কথাগুলো এখনও ভাসমান
প্রকৃতির ধূসর রঙে ভূগোলের ইতিহাস
ক্রমশঃ ক্ষয় হীন যুক্তি তর্কে এখনও অসমান
প্রতিবাদ করে না ওরা ,করে অট্টহাস।


স্বভাবে ওরা বিকারহীন বলেনা কোন কথা
মন আপোষহীন, হৃদয়ে ব্যাকুল
রাজা হীন রাজ্যে বাঁচার আকুলতা
বন্দোবস্তে আস্থা নেই, হারায় সবকূল।


নিবিড় হাওয়া গেয়ে যায়, পরাধীনতার গান
মনের সংসারে বিচিত্র জেলখানা
নীরব চোখে বেঁচে থাকার অভিমান
বারুদের স্তূপে জীবনের আনাগোনা।


ছিন্নবিচ্ছিন্ন পংক্তিগুলোর হঠাৎ নির্বাসন
প্রাণের রহস্যর মাঝে হৃদয় বিসর্জন।।