তোর মাঝে, আমার পৃথিবী হারিয়ে গেছে।
সেই পৃথিবীতে ,আমি সীমানার হাত ধরে দাঁড়িয়ে আছি;
কয়েক শত পৃথিবীর দুঃখ বুকে নিয়ে তুই জানতেও পারলি না।


ঘুরে যা, একটু ঘুরেই যা, বুকের ভেতর------
দেখতে পাচ্ছিস---
ঐ--- ঐ যে দক্ষিণ দিকে...
লাল রঙের চাতালে ঝরা পাতার মাঝে,
এখনও দগদগ করছে তোর আলতো
পায়ের ছাপ।
ঐ----ঐ যে পূর্ব দিকে---
ধূসর শ্যাওলা পরা বিবর্ণ অবজ্ঞা আর অবহেলার ধ্বংসাবশেষের ঠিক পাশে, তোর দেয়া কষ্টগুলো বসে আছে ঝরা পলাশের দুঃখ বুকে নিয়ে।
নির্ঘুম, সহস্র রাতের স্বপ্ন, স্বপ্নহীন হয়ে দাঁড়িয়ে আছে ,
তোর সাথে দেখা করবে বলে।
একবার দাঁড়িয়ে যা---
তুই-হীন পতিত জমিনে , কতনা আদরে বাসা বেঁধেছে
তোর না বলা কথারা--


দেখতে পাচ্ছিস্ ---?
তুই দেখতে পাচ্ছিস---?
পৃথিবীর ভালোবাসার সাগরে ,একটি খালি নৌকা ভেসে যাচ্ছে সীমানার গন্ডি ছাড়িয়ে অসীমের পথে----
দিগন্তকে ছোঁবে বলে -----