আমি ভালবাসা-
আমায় ছুঁয়ে দেখ, আমার থেকে উষ্ণ আর কিছুই নেই।
আমার উষ্ণতা গলিত লাভার থেকে ও বেশী।
আমি আদ্যপান্ত নিজেকে পোড়াই, পোড়াই তোমাকে।
সীমাহীন জ্বলন, অসীম তার ব্যাপকতা;
আমার কাছে হার মানে বিধ্বংসী দাবানল।
গগন বিদারী হৃদয় পোড়া যন্ত্রনা, সব যন্ত্রনা ছাপিয়ে;
দাড়িয়ে থাকে একাকী নিঃসঙ্গ।
আমি মানুষ পোড়াই না,
শুধু ভিতরটা কয়লা করে ফেলি নীরবে নিঃস্তব্দে।
তবুও আমাকে কাছে পেতে চায় সকলে।
নিরাকার বর্ণ হীন,  স্বত্তা  হীন, স্পর্শ হীন, ভালবাসার শিখায় উত্তপ্ত হতে চায় সকলে।
আমার চোখের পাহারা ,কৌতুহলী প্রত্যাশায়
খুঁজে ফিরে শুধু হৃদয়।
আমার যাবজ্জীবন দন্ডাদেশে বুকের কারাগারে
গুমরে মরে অনন্ত কাল।
আমি ভালবাসা, আমি অস্তিত্ত্বের কথা বলি।
আমি ভালবাসা, আমি জীবনের কথা বলি।
আমি ভালবাসা, আমি তোমার কথা বলি।।