(১)
                           :বাসি মালা:


প্রতিমার গলার বাসি মালা
ছুঁড়ে ফেলে দেয়া হল রাস্তায়।
তার উপর দিয়ে হেঁটে চলল
মানুষের জুতো ।
ছোট্ট একটি বাচ্চা তুলে নিল,
পড়ে নিল নিজের গলায়।
নরক আর স্বর্গের দুরত্ব
মাত্র সাড়ে তিন হাত।।


                           (২)
                        :ভাঙা ইট:


একটি ভাঙা ইট প্রশ্ন করল পাথরকে
তুমিও রাস্তায় আমি ও রাস্তায়
তাহলে তোমার গর্ব কিসের?
পাথর বলল আমি পূর্ণ,
আর তূই অপূর্ণ ;
এরপর দুজনের আজানা পথ
এখন পাথর সাগরের বোল্ডারে
আর ইটের টুকরো লাল রঙের
সুতোয় বাধা মন্দিরের গাছে।।


≠============================
আমাদের জীবনে অপ্রয়োজনীয় বা অদরকারী জিনিস গুলো রূপক হিসাবে ব্যবহার করে, জীবনের কথা বলার ক্ষুদ্র প্রয়াস।