(১)
তোমার রঙে আমার রঙে
রঙীন হলো ফাগুন
হঠাৎ যেন উঠলো জ্বলে
নিভে যাওয়া আগুন।।


(২)
বসন্তের লুকোচুরি
মন কি আর ফিরবে
বুকের প্রতিটি বিকেল
কার অপেক্ষায় ভুগবে।


(৩)


স্বপ্ন উড়ে আবির রঙে
নিশ্চিত নয় কেউ
শিখর নাকি পাদদেশে
গোনে অসীমের ঢেউ।।


(৪)


ফাগুন মেখে সই
আয় না আগুন হই
পুড়ে যাওয়া মন নিয়ে
ভালোবাসা ছুঁই।।


(৫)


কবিতার মন খারাপ
ভীষণ রকম শান্ত
শব্দের পাহাড় কেটে
স্বপ্নেরা অশান্ত।