আমি নিজেকে খুন করি নিজের মত-
একবার, দুই বার, কিংবা অগুনতি বার।
নির্বাক দর্শকের মত দাঁড়িয়ে থেকে দেখি,
আষ্টেপৃষ্ঠে বাঁধা এক 'অন্য আমিকে'।
নিকোটিনে ঝাঁঝড়া হওয়া ফুসফুসের
পাশ দিয়ে হেঁটে যাওয়া 'আমিকে' শ্বাসরুদ্ধ
করি নিজের মত সাজিয়ে।
ফেনিল দুধের বিচলিত কফি মগের মধ্যে
'আমিকে' ডুবিয়ে খুঁজে ফিরি 'অন্য আমিকে।'
মনের আকাশের মেঘগুলি বড্ড স্থির জলভরা মন্থর
প্রসবকালীন  হস্তিনীর মত।
সেখানে নোনা জলের উদ্দাম বেপরোয়া গর্জন।
বুকের ভেতর সামনে পেছনে গাঢ় অন্ধকারে নিমজ্জিত
সমান্তরাল রাস্তায় অপরিচিত ছায়া মূর্তি।
অসীম শূন্যতা ,বিদুৎ চমকের মত
অতর্কিতে চমকে উঠে ,অনুভবের স্পর্শ নিয়ে।
স্পষ্ট হয় , 'আমি আর আমার অস্তিত্ব'
এই স্পর্শময় অন্ধকারে হেঁটে যাচ্ছে নীরবে
অনিয়মিত অপব্যয় এ উচ্ছ্বসিত আগ্নেয় উপেক্ষা
বুকে নিয়ে----