ঢেউয়ের সাথে ঢেউয়ের কানাকানি
মাথার উপর ভো-কাট্টা ঘুড়ি
তোমার আকাশ দিচ্ছে হামাগুড়ি
চিলেকোঠার ঘরে জানাজানি।


বৃষ্টি ভেজা রাতে জোছনা ধোয়া চাঁদ
ফাঁকা বাসে আলতো হাতে দু'জন
শীত জড়ানো একই চাদর গায়ে
নিয়ন আলোয় ভালোবাসার কুজন।


লাইব্রেরীতে বইয়ের ফাঁকে চোখ
খুঁজে ফিরে লাল হলুদ শাড়ি
বুকের ভেতর এক নদী ঢেউ
নীরব ব্যথায় ভাঙ্গছে শুধু সিঁড়ি।


নরম রোদে হয়ত এখনও আমি
শুকোতে চাই মনের গোপন ক্ষত
হেরে যেয়েও জিতে গেছি আমি
তোমার দেয়া উলের মোজার মত।


শাড়ির ভাঁজে আটকে ভালোবাসা
মাথার উপর সিঁদুর রাঙা টিপ
সিড়ি থেকে লিফটে প্রমোশন
এস্কেলেটরে  বুক করে ঢিপ ঢিপ।।