আমি তোকে গুছিয়ে রাখতে চাইনি,
নিজের শোকেসে, অন্য কোন সাজানো
বস্তুর মত।
আলুথালু অবিন্যস্ত 'তুই' আমার তুই।
ভালবাসার নিয়ম গুলো ভাঙ্গতে চেয়েছিলাম
অনিয়ম করে।
আমি আমার অনুভূতির মালা দিয়ে
তোকে সাজাতে চেয়েছিলাম,
চেয়েছিলাম গোলাপের পরিবর্তে
তুলে দেব আমার হৃদয়।
সেই হৃদয় খুলে তুই দেখত পাবি শুধু 'তোকে'।
আমি চেয়েছিলাম দিগন্ত বিস্তৃত সমুদ্রের ধার ধরে হাটতে,
সমুদ্রের ঢেউ গুলো তোকে ছোঁবে, পা ধুয়ে দেবে;
এঁকে রাখবে তোর পায়ের ছাপ নিজের ভেজা তটে।
শঙ্খ চিলের ডানায় সূর্যের আলো বাধা পেয়ে
যে মায়াবী আলো তোর চোখে মুখে পড়বে,
সেই আলোয় নিজেকে হারাতে চেয়েছিলাম।
খোঁপায় বেলী ফুলের মালা সাজিয়ে,
যখন টিপ খুঁজে অভিমানে রেগে যাবি ঠিক তখন
তোর কপালে পরিয়ে দেব ভালবাসার টিপ।
আমি দেখতে চেয়েছিলাম ---
ঝড়ো হাওয়ায় উড়ে যাওয়া চুলের মায়াবী মোহ।
লাজুক ঠোটের এক টুকরো হাসি।
চোখের জলে ভেজা উদ্বিগ্ন মুখ, শুধু আমার ই অপেক্ষায়।
আমি চেয়েছিলাম তুই স্বচ্ছ নদী হয়ে ,
আমার হৃদয়ের সমস্ত পিপাসা মিটাবি।
বিনিময়ে আমি তোকে দেব আমার "অতৃপ্ত ভালোবাসা"।