==================¶¶
বিপ্লব তখন মধ্য গগনে
তুমি ছিলে পুরো ভাগে
ধরপাকড়ের শুভক্ষণে
তুমি পালালে আগে।
কুরুক্ষেত্রের শকুনির পাশা
নিয়েছিলে তুমি হাতে
তাইতো আজ সাপ লুডু তে
ছক্কা নিয়েছ দাঁতে।
কাকের সঙ্গে কাকাতুয়া তুমি
শুয়োর ঠেঙিয়ে দাঁতাল
রাত বারোটার শেষ সাইরেনে
মাতালের সাথে মাতাল।
ছিল প্রিয় আগে গাঁজানো তারি
এখন মজেছ ভোদকায়
তেল বাজিতে সিদ্ধহস্ত
তোমাকে কে আবার আটকায়।
নন্দ বাজারে আনন্দ খোঁজ
অস্ত্রের গায়ে চোখ
খোয়ার ভর্তি মানুষের গায়ে
ছেড়ে দাও ছিনে জোঁক।
রংবদলের সিংহাসনে
পা নাচিয়ে ফাঁদো ফন্দি
তিলকে ঘষে তাল বানাও
আমরা যেন "বাঘবন্দী"।।
¶¶=================