কেউ কাটা কেষ্ট বিষ্টু
কেঁচো খুড়তে সাপ
কাঁচা বা্ঁশে ঘুন ধরেছে
কে ঢাকে কার পাপ।
পেটে খেলে পিঠে সয়
কথাটা কিন্ত নতুন নয়
ধর্মের ষাড়ে দেশ গড়া
সমাজ তার ধামা ধরা।
জলে কুমির ডাঙ্গায় বাঘ
ঘোড়ার ডিমে তা দেয় কাক।
ছেড়ে দে মা কেঁদে বাঁচি
ঝাঁকের কৈয়ের সাথে নাচি।
ঠগ বাছতে উজার গাঁ
ঢপের কেত্তন গেয়ে যা।।