সেদিন বাতাসে উড়ছিলো দুঃখ
বসেছিল সুখ সুখ মেলা
আমি খেলে চলেছি নীরবে একাকী
নিজের সাথে জীবন জীবন খেলা।


দিগন্ত জুড়ে বসেছে আকাঙ্খার মেলা
পৃথিবীর বন্ধ দরজায় পেয়ে হারানোর খেলা।
তিলে তিলে জমা ব্যথা হিমালয় হয়
অজানা মানচিত্র অজানাই রয়ে যায়।


সব ঝিনুক মুক্তোর স্বপ্ন নিয়ে বাঁচে
নিজের অবয়ব খুঁজি ভাঙ্গা আয়নার কাঁচে।
কাঁকড় বিছানো পথ পেরোনোর অদম্য চেষ্টা
সূর্যের পূর্ণ গ্রাসে মেটে কি চাঁদের তেষ্টা।


কি খোঁজে কালপুরুষ পর্দার আড়ালে?
বাতাসের লজ্জায়, ওগো মেঘ, তুমি কি পেলে?
মরীচিকার প্রস্রবণ কিংবা ধোঁয়া মাখা কুয়াশা
মায়াবী এই কল্পলোক বহুরূপীর  হতাশা।।