চেয়েছিলাম ,"বনপলাশের পদাবলী হতে"।
নির্জন দুপুরে রাখালিয়া বাঁশির সুর হয়ে,
মধুমতির জলে ছোট ছোট স্রোতের সাথে মিশে যেতে।


ঘাস ফড়িং হয়ে কাজলা কালো দীঘির জলে
যেখানে জল ফড়িং ,শাপলা ফুলের রেণু মাখে
আপন খেয়ালে, তার সাথে কথা বলতে।


চেয়েছিলাম, জ্যোৎস্না ধোয়া রাতে বৃষ্টি ভেজা চাঁদ
যখন চকোরের সাথে মনের কথা বলে, ঠিক তখন
কেউ এসে গলা জড়িয়ে বলুক," আমি তোমাকে ভালোবাসি"।


দেখা হলো না কিছুই ,পাওয়া হলো না কিছুই।


জীবনের পান্থশালায় নির্বাক দর্শকের চোখ হয়ে
গেলাম নিজের অজান্তেই।


আজন্ম বয়ে নেয়া কালকূট বিষ, মিশে যেতে চায়
রক্তের প্রতিটি ফোঁটায়,
শিরা-উপশিরায়  ধমনীতে।


শুধু একবার, একবার মাখতে চাই
ধবল তুষার আবৃত পাহাড়ের মাথার উপর
আগামীর নতুন সূর্যের সোনালী কিরণ।


চাওয়া না পাওয়ায় জাল ছিঁড়ে চিৎকার করে
বলতে চাই, " বেঁচে আছি এখনও বেঁচে....... "