চলো হই, উচ্ছ্বসিত ঝর্না
চলো হই, ভাসমান নীলপদ্ম
ভালোবাসার ইতিহাসে
লিখি নতুন পদ্য।


আর কত দিন ঘুমিয়ে রবে তুমি
কোপাই নদী এখনো তোমায় ডাকে
লাল মেঠো পথ পলাশ শিমুল বুকে
তোমায় ভেবে বসন্ত রং মাখে।


কুয়াশা স্নানে ভোরের হিমেল হাওয়া
খেলে বেড়ায় ভেজা দূর্বা ঘাসে
এখনও তুমি ঘুমিয়ে দেখবে স্বপ্ন
চাঁদ চকরের প্রণয় প্রেমের মাসে।


চলো চলে যাই,
পাহাড় ঘেরা নির্জন সৈকতে
গাংচিলের সম্ভাষণের মত
জোৎস্না ধোয়া কিছু আলাপন
ভুলিয়ে দেবে গোধূলি বেলার ক্ষত।