সারা জীবন খুঁজেছি যারে
চাঁদ চকোরের মাঝে হারিয়েছি তারে।
লক্ষ তারার আলো ভোরের আকাশে
ভালোবাসার স্বপ্ন হাসে শীতের হিম ঘাসে।


জীবনের পেয়ালায় ফোঁটা ফোঁটা ভালোবাসা
রাত্রির নির্জনতার বুকের মাঝে পিয়াসা।
পাতা ঝরা বনের মাঝে চাতকের শিকল বাধা পায়
মায়াবীর কাঁকন বাজে আঁধারে কে যেন পিছু ধায়।


চারিদিকে রুক্ষ অট্টহাসি চুমুক দেয় সময় একা
স্বপন আবেশ মেখে উদাস বাঁশির সুর পায় তার দেখা।
বিষন্ন ভৈরবী বাজে নাহি স্পর্শ নাহি ক্লান্তির রেশ
নিরুদ্দেশ ছুটিছে পিছু মৌনতায় যার অবশেষ।


মনের মাঝে আশার তিমির অনেক জন্ম ধরে
তবুও খুঁজি মিছে তারে অন্তহীন লাবণ্য সাগরে
শরীরের মাঝে আরেকটি শরীর রূপোলী নীরব
পৃথিবীর সব প্রেম শেষ হলেও ব্যথারা সরব।।