বৃষ্টি এলো নীল খামেতে
বৃষ্টি এলো পলাশ বনে
সৃষ্টি মাঝে বৃষ্টি এলো
শ্যাওলা পড়া স্মৃতির কোণে।

বৃষ্টি এলো চোখের পাতায়,
ওষ্ঠ ছুঁয়ে চিবুক বেয়ে
বৃষ্টি নামলো মনের খাতায়।

টাপুর টুপুর বৃষ্টি বিকেল
কাজল কালো চোখে
মাটির সোঁদা গন্ধ ভাসে
নাম না জানা বুকে।

বিন্দু বিন্দু কোলাজে
তোমার ছবি আঁকা
পর্ণমোচী বাষ্প মাঝে
একটু খানি দেখা।

অরন্যশোক পাগলা নদী
আকাশলীনা হয়
সীমানা হীন বৃষ্টি শহর
তোমার কথা কয়।।