বুকের ভেতর আরেকটি বুক,
এক পৃথিবী কষ্ট।
জীবন জুয়ায় হেরে যাওয়া,
একটি জোকার নষ্ট।
বুকের ভেতর আরেকটি বুক
নোঙর করা চিল,
ঠুকরে খাচ্ছে হৃদয়ের চোট
আনন্দ অনাবিল।
বুকের ভেতর আরেকটি বুক
যন্ত্রনার সংলাপ;
শ্যাওলাপড়া ঘৃনা আর ব্যথার প্রলাপ।
বুকের ভেতর আরেকটি বুক
কেউ কি কাঁদছে একা?
টুপ টাপ অশ্রু গুলো পায় না তার দেখা।
বুকের ভেতর আরেকটি বুক
শূন্য পৃথিবী দেখে
যেখানেতে সবাই একা
রঙ হীন ছবি আঁকে।।