ঘুরতে ঘুরতে  ঘুরছে মাথা
আর কত ঘুরবো
তবুও তোদের মন পাই না
এবার সটান মাথার উপর পড়বো।


আমি পাখা, সিলিং এ থাকি
আমার কথা ভাবো
সারাদিন ঝুলে থেকেও
গালি গালাজ শুনবো।


গরম হাওয়া ,হাওয়া গরম
আমার দোষ কোথায়
গাছ কেটে পকেট ভরো
মানছে না তাই ছাতায়।


সূর্য্যি মামা ভীষণ রাগী
দ্যাখ না কেমন লাগে
মাথা গুলো খুলে দ্যাখ
নিজের চিন্তা আগে।


এমন স্পিসিস একটি ও নেই
আর ত্রিভুবনে,
গাছ কেটে করছে সাবাড়
কুড়োল মারছে জীবনে।


কংক্রিটের গগনচুম্বী
অট্টালিকার সারি
পুড়ছে আকাশ পুড়ছে বাতাস
প্রকৃতি নিচ্ছে আড়ি।


এমন যদি চলতে থাকে
রক্ষা নেই আর
উষ্ণায়নের হাত ধরে
আসবে হাহাকার।


ভবিষ্যৎ প্রজন্মের কথা
একটু খানি ভাবো
গাছ লাগাও প্রাণ বাঁচাও
জাগো এবার জাগো।