'এক মুঠো ভাত ' তার কত রং,
লাল, সবুজ, গেরুয়া আরও কত কি ----
বিশ্বাসের ভাত
অবিশ্বাসের ভাত
কৃতদাসের ভাত
কৃতকর্মের ভাত।
ক্ষুধা রং খোঁজে না
ক্ষুধা ধর্ম খোঁজে না
ক্ষুধা শুধুই ক্ষুধা।
গরম ভাতের বাষ্প, যখন আকাশে ভাসে;
গন্ধে ভরে ওঠে চার পাশ ---
তখন ক্ষুধারা চিৎকার করে বলে---
'আমায় মুক্তি দাও'
'ভাত চাই ভাত দাও'
গরম ভাতের থালায় মিশে যেতে চাই, আঘ্রাণ প্রান্তর মাঝে ; শব্দহীন নি:শ্চুপ নিঃস্তব্দ সদ্যজাত গরম ভাতের গন্ধে----