একটি বৃষ্টির বিকেল,
নির্লিপ্ত কবিতার মাঝে ;
তোমাকে জলের মতো আমার কাছে
ফিরিয়ে দিল।
ক্ষণস্থায়ী পাখিটি কিচিরমিচির শব্দ করে
উড়ে গেল তার গন্তব্যে।
জল হাওয়ায় মাখামাখি ঝাউ গাছের পাতাটি
থেকে ঝরে পড়ল ফেলে আসা মাধুর্যের নৈঃশব্দ্য।
ওদিকে যেও না তুমি, জলের তোড়ে ভেসে যাচ্ছে
গত জন্মের সব কথা।
ভালোবাসা মানে কি? বৃষ্টির ফোঁটা না
তুষার স্নাত হিম?
নাকি অবিন্যস্ত অগ্নি বর্ণের বিন্যস্ত আলোক শিখা।
তুচ্ছ তুচ্ছ....
সব ভিতর বাইরের স্নায়ু যুদ্ধ ,
যা তোমার দরজা থেকে বারবার ফিরে আসে,
মিলিয়ে যায় অপচয়ের স্মৃতির মাঝে।
বেঁচে থাকে মীমাংসিত সন্ধির মাঝে
অমীমাংসিত হয়ে........