একুশ আমার জীবনানন্দ, হুমায়ূন আহমেদ
নবীন হাওয়ার নাচের ছন্দে, সোনালী ধানের ক্ষেত।
একুশ আমার মায়ের চোখের না বলা কথার মায়া
হিজল ছায়ায় লাউয়ের ডগায় শেষ বিকেলের ছায়া।
একুশ আমার দৃপ্ত যৌবনের উদ্বেলিত রাজপথ
আটই ফাগুনের আগুন ঝরা এক টুকরো শপথ।
একুশ আমার উদাস কন্ঠে রবীন্দ্র, নজরুল
হাজার পায়ের প্রভাত ফেরীতে রাঙা পলাশ শিমুল।
একুশ আমার শহীদ মিনার জীবন্ত কবিতা
বুকের মাঝে মাতৃভাষার উজ্জ্বল সবিতা।।