শেষ হয়েও হলো না শেষ
অবশেষ থেকে যায়
জীবন খাতার প্রতিটি পাতায়
জমা খরচ রয়ে যায়।


কাছের মানুষ দূরে চলে যায়
দূরের মানুষ কাছে
এমনি করে কাটে দিন রাত
মহাকাল ধায় পিছে।


পৃথিবীর বুকে কত না স্বপ্ন
মুকুলেই  ঝরে যায়
ছিন্ন পাতার মর্মর ধ্বনি
কেঁদে ফিরে নিরালায়।


মেঘের বুকে বিদুৎ লুকায়
কেউ বোঝে না তার ব্যথা
কথা গুলো কথার মাঝে
খুঁজে ফিরে নীরবতা।।