পাঁজিতে আজ পহেলা বৈশাখ ১৪৩২।
এক দিনের পর দুই দিন দুই দিনের পর তিনদিন ;
এক হাতের পর দুই হাত তার পর তিন হাত।
মানুষ শুধু সংখ্যা দিয়ে বাঁধা জটিল অঙ্ক।
বুকের উপর দিয়ে জুয়া খেলা চলছে,
কেউ ৫০ কেউ ৫৫ কেউ ৬৫ বা তার ও বেশি।
দরকার বলে, পদার্থের শেষ আছে কিন্তু লোভের?
নেশার দরকার নেই,তাই তার শেষ ও নেই।
ভাগ্যের গন্ডির মধ্যে অবাধ ছুটির পরিপাটি কামড়।
গতি আর মতি নিজেকে গুটিয়ে নিয়েছে,
তাইতো সংসার চলছে তার নিজস্ব গতিতে।
সারে সারে ময়ূরাক্ষী ধ্বজা ধরে চলে যাচ্ছে,
বর্শার ডগায় একটুকরো সূর্য কে সঙ্গে নিয়ে।
পাথরের আড়াল ভেঙে নিরন্তর টিকে থাকা,
নাকি অসামঞ্জস্য ধ্বজা হয়ে বেঁচে থাকা।
মহাকাল পুরাতন কে পেছনে ফেলে এগিয়ে যাচ্ছে।
কর্ষন জীবি আর আকর্ষণ জীবির সভ্যতার মাঝেই
জীবনের রূপান্তর।
প্রাণের প্রবাহ কে বাধা মুক্ত করাই নতুনের জয়গান।
তাইতো পল্লবের মর্মর ধ্বনি তে আজও বেজে উঠে--_
"এসো হে বৈশাখ এসো এসো"