মন যমুনায় কৃষ্ণ রাধা
ভালোবাসা সেথায় বাঁধা
তুই আধা আমি আধা
বুঝলি না রে মন
ভালোবাসার শিকড় ভুলে
কাঁদলি প্রতিক্ষণ।
যে বুঝে সে জানে
কি যাদু মন বৃন্দাবনে
বাঁশি বাজে সকল ক্ষণে
তুচ্ছ ক'রে ভয়।
এ সাধনা ঘোর সাধনা
তুচ্ছ ব্যাপার নয়।
এ সাধনা নিগূঢ় অতি
হালকা বিষয় নয়।
মনের ঘরে আঁধার কোণে
প্রেমের বাতি সকল ক্ষণে
নিভে কি আর ঝড় তুফানে
হয় না কোনো ক্ষয়।
এ সাধনা জনম ভরে
করে শুধু সঞ্চয়
এ সাধনা ভবের হাটের
বিকিকিনি নয়।