নির্বাসিত মুহূর্ত ভাষাহীন কন্ঠ
চারিদিক অসজ্জিত লজ্জিত অপেক্ষায়
সভ্যতার আর্তনাদ অন্ধকার সময়
বিস্তৃত মহাবিশ্ব সজ্জিত উপেক্ষায়।


রৌদ্রের ঝিলিক চারিদিকে
তবুও কাঁপুনি বুকে
হৃদয়ে আলোহীন প্রভাত
জেগে উঠে কত সুখে।


অবসন্ন দৃষ্টি কি খুঁজে একাকী
মরু ঝড় নাকি মরূদ্যান সবি দেয় ফাঁকি
উত্তপ্ত অগ্নিকুন্ড অপরূপ সাজে
সময় বহিয়া যায় সকরুন লাজে।


অহংকার তাকায় চোখ তুলে
পরাজয়ের গ্লানি মুখ খুলে
সম্মতির অপেক্ষায় নীল কারাবাস
পুনর্বার ছুঁয়ে যায় জীবনের পরবাস।।