======================@@@
ভোরের পাখির গানের ছোঁয়ায়
কেটে গেলো জোৎস্না সাগর
ঘষা কাচে তোমার ছায়ায়
মিশে গেল ঠোঁটের আদর।।


বাইরে তখন ধূসর শ্রাবণ
পুকুর  ঘাটে জোনাক ভাসে
তোমার চোখে এ কোন ফাগুন
চাঁদ একা মুচকি হাসে।।


লজ্জাবতী তখন তুমি
বুকে ভাঙ্গে সাগর ফেনা
মেঘের চাদর জড়িয়ে আমি
শঙ্খচিলের উজান ডানা।।


মনে পড়ে পদ্ম পাতায়
দীঘির বুকে শ্যামল ছায়া
আমার ধূসর কাব্য খাতায়
জড়িয়ে আছে তোমার কায়া।।
@@@======================