কোনো এক আজব দেশে চলছে যে এক আজব খেলা
নাগরদোলায় স্বাধীনতা বিজ্ঞাপনের চলছে মেলা।
রাজা- রাণী বেজায় খুশি সবার মাথায় ঋণের বোঝা
মন্ত্রী- সান্ত্রীরা সব খাচ্ছে টাকা ভীষণ মজা।
আহাঃ কি আনন্দ! প্রজাদের নেই যে কথা
দেশটা থাক না থাক বাঁচুক শুধু নিজের মাথা।
শিল্পপতি ধরতে বিদেশ রাজকোষের দরজা খোলা
বেকার শিল্পে সোনার মেডেল তৃপ্তি করে ঢেকুর তোলা।
বাঁকা পথে সবাই চলে কেউ চলে না সোজা পথে
এম,এ -বি,এ করে বেকার মূর্খ মন্ত্রীরা সোনার রথে।
সে দেশে চিকিৎসা নেই গরীব প্রজা চোখের জলে
ফোকলা দাঁতে খাদ্য হাসে শিক্ষা গেছে রসাতলে।
মেরুদন্ডে ঘুণ ধরেছে তবুও নেই কোন হু্ঁশ
উল্টো করে কাপড় পরেও সবাই আছে বিন্দাস খুশ।
কুকুরের জন্ম দিনে কেক কাটে রাজা-রাণী
ন্যাংটো ছেলে ন্যাংটোই থাক ওদের জন্য নালার পানি।
অপরাধীর নেই যে বিচার বুক ফুলিয়ে ঘুরছে তারা
ছিঁচকে চোরে মাতামাতি রাঘব বোয়াল তুলোয় মোড়া।
রাজা-রাণীর প্রতিশ্রুতির বন্যায় ভাসে দেশের মানুষ
ভোটের বাজার সবই বিকোয় উড়ছে কত রঙীন ফানুস।।