ভূমিষ্ঠ হবার পর থেকেই,
কেবল অন্ধকারের স্থির বিন্দু থেকে
অন্য কোনো দূরের স্থির বিন্দুর দিকে
নিরন্তর ছুটে চলা।
মাঝ খানের কিছু মূহুর্ত
শব্দহীন সূর্যের কিরণে মিশে যায় একাকী।
শরীরে মেরুর পাহাড়।
নক্ষত্রের মাঝে আজানা শস্যে ক্ষেত্র।
নোঙর করা জাহাজের মাস্তলে গাঙচিলের বিলাপ।
পৃথিবীর কানে বাজে মহাকালের রুদ্র বীণা।
উচ্ছৃঙ্খল কোলাহলে হারায়,
শতাব্দীর ছায়া পুত্তলিকা।
জানালার শার্সিরা নিস্তব্ধ ।
হঠাৎ কেঁপে উঠছে অবিন্যস্ত পর্দা।
নিশুতি রাতে ঝিঁঝিঁ র শব্দে
ক্রিতদাসের প্রলাপ।
স্পস্ট নির্লিপ্ত ক্ষুধিত গহবরে,
হৃদয়ের অধীরতার সাথে এক বুক জড়তা
জেগে থাকে শেষ প্রহরের অপেক্ষায়......